শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | 'কর্মক্ষেত্রে সুরক্ষা চাই', প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভে সামিল সহ শিক্ষিকারা

দেবস্মিতা | ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮ : ৪৮Debosmita Mondal


মিল্টন সেন,হুগলি: সামান্য কথা কাটাকাটি হলেই পুলিশ ডেকে বসেন প্রধান শিক্ষিকা। এই অভিযোগে প্ল্যাকার্ড হাতে স্কুলে বিক্ষোভ সহ শিক্ষিকাদের। বিক্ষোভে সামিল হয় স্কুল পড়ুয়ারাও। প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে চলে শ্লোগান। লাটে ওঠে পঠনপাঠন। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের রমেশ চন্দ্র গার্লস হাইস্কুলে।

 

 

মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়ে স্কুল শিক্ষিকারা। প্রধান শিক্ষিকার অবশ্য অভিযাগ, তাঁকে হেনস্তা করা হয়েছে। স্কুলের ভেতরে পড়ুয়াদের নিয়ে এভাবে বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক মহল। এদিন হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় শিক্ষিকাদের। কারও হাতে লেখা, 'স্কুলটাকে বাঁচাতে চাই', কারও হাতে 'কর্মক্ষেত্রে সুরক্ষা চাই' আবার কারও হাতে 'অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায়'।  

 

 

এই প্রসঙ্গে শ্রীরামপুরের রমেশ চন্দ্র গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরার অভিযোগ, স্কুলের কম্পিউটার অপারেটর তাঁর কাজে লাগাতার ভুল করেন। তাঁকে কিছু বলতে গেলে অশিক্ষক কর্মচারীরা এবং স্কুলের সহ শিক্ষিকাদের একাংশ তাঁর বিরুদ্ধে কথা বলে। সোমবার এ নিয়ে একটি মিটিং ছিল স্কুলে। স্কুলের ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় তাঁকে সেই মিটিংয়ে হেনস্তা করেন সকলের সামনে। তারপরেই পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। এরই প্রতিবাদে এদিনের বিক্ষোভ। স্কুলে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় স্কুলের কর্মচারী এবং শিক্ষিকা সকলেই। বিক্ষোভে যোগ দেয় ছাত্রীরাও। পঠন পাঠন বন্ধ হয়ে যায়। চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে আবারও স্কুলে পুলিশ আসে। অন্যদিকে খবর পেয়ে অভিভাবকরাও স্কুলে জড়ো হন।

 

 

বিক্ষোভকারী শিক্ষিকাদের সঙ্গে তাদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষিকা এবং সহশিক্ষিকাদের এই দ্বন্দ্বের ফলে স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষিকার অভিযোগ, স্কুলে নানারকম দুর্নীতি হয়। মিড ডে মিলের হিসাব মেলানো যায় না। এছাড়াও নানা রকম অন্যায় কাজ হয়। সেগুলো নিয়ে বললেই তিনি খারাপ হয়ে যান। স্কুলে যাতে ভালো পঠন-পাঠন হয়, ভালো রেজাল্ট হয়, তিনি সর্বদাই সেই চেষ্টা করেন। 

 

 


স্কুলের সহ শিক্ষিকা নবনীতা দাসের অভিযোগ, সামান্য কিছু হলেই প্রধান শিক্ষিকা পুলিশ ডাকেন স্কুলে। এই অবস্থার মধ্যে স্কুলে কোনওভাবেই পড়ানো যায় না। ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, যখন তখন শ্লীলতাহানির অভিযোগ করে ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেন প্রধান শিক্ষিকা। যে দুর্নীতির অভিযোগ উনি করছেন, সেটা সম্পূর্ণ মিথ্যা। শুধু অভিযোগ করলে হবে না উনি প্রমাণ করুন। ওদিকে স্কুলের গেটের বাইরে আন্দোলনকারী শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের অভিযোগ, এভাবে স্কুলের ভেতর পড়ুয়াদের আটকে বিক্ষোভ দেখানো কখনওই উচিত নয়। যদি শিক্ষিকাদের বিক্ষোভ করতেই হয় তাহলে স্কুল শুরুর আগে করুন। তাদের দাবি, স্কুল চলবে স্কুলের মতো। কোনও বিক্ষোভ আন্দোলন স্কুলের ভেতর স্কুল টাইমে চলবে না।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

'কাকা'র বাড়ি গেলেন 'ভাইপো', কোচবিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ...

'জেতা আসনেই হারতে হয়েছে লকেটকে', দলের কোন্দলকে নিশানা 'ক্ষুব্ধ' মিঠুনের...

পোর্টাল খুলে নৈহাটির বড়মা'র নামে তোলাবাজি, কাণ্ড দেখে অবাক পুলিশ...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...

মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24